শহীদ ওয়াসিম-সাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ৮ আগস্ট থেকে ময়মনসিংহে শুরু
চ্যাম্পিয়ন দল পাবে রয়্যাল এনফিল্ড বাইক, অংশ নেবে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণরাও প্রবীন নবীন রাও অংশ নিতে পারবেন।
মামুন বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ:
বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে ময়মনসিংহে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘শহীদ ওয়াসিম-সাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’। দেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে গৌরবোজ্জ্বল দুই শহীদ নেতা ওয়াসিম ও সাগরের স্মরণে আয়োজিত এ টুর্নামেন্ট শুরু হবে আগামী ৮ আগস্ট ২০২৫, শহরের ৪ নম্বর ওয়ার্ডের জামতলা বালুর মাঠে।
এই আয়োজন করছে জেলার নবীন-প্রবীণ মেধাবী তরুণদের প্ল্যাটফর্ম জিয়া ট্যালেন্ট হান্ট। ইতোমধ্যেই টুর্নামেন্ট ঘিরে ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
শহীদদের স্মরণে এক ব্যতিক্রমী আয়োজন
ওয়াসিম ও সাগর। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদদের আত্মত্যাগ স্মরণে এবং তরুণদের মধ্যে ঐক্য ও নেতৃত্ব বিকাশে অনুপ্রেরণা যোগাতে এই টুর্নামেন্টে মূলত বিশ্ববিদ্যালয়-পড়ুয়া ছাত্ররাই অংশ নেন।
লোভনীয় পুরস্কার ও স্বচ্ছ প্রতিযোগিতা
টুর্নামেন্টে অংশ নিতে প্রতি দলকে ১০,০০০ টাকা এন্ট্রি ফি দিতে হবে। ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত এন্ট্রি জমা নেওয়া হবে।
পুরস্কারের দিক থেকেও এবার থাকছে বিশাল চমক:চ্যাম্পিয়ন দল পাবে একটি ROYAL ENFIELD মোটরসাইকেল রানারআপ দল পাবে একটি ৫০ ইঞ্চি LED টিভি, ম্যান অব দ্য সিরিজ পাবে একটি ল্যাপটপ, সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারি পাবে স্মার্টফোন বা ট্যাবলেট সেরা ইনফিল্ডার ও আউটফিল্ডার পাবে স্মার্টওয়াচ প্রতিটি ম্যাচে থাকবে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার
আয়োজকরা জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি খেলোয়াড়ের জাতীয় পরিচয়পত্র যাচাই করা হবে এবং বাইরে থেকে পেশাদার খেলোয়াড় আনার সুযোগ থাকবে না।
সার্বিক তত্ত্বাবধানে
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এনামুল হক আকন্দ লিটন, সদস্য (এডহক কমিটি), ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা।
প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন আবু দাউদ রায়হান ও মো. আল মুজাহিদুল হক প্রিন্স।
যোগাযোগ ও মিডিয়া সমন্বয়ে রয়েছেন মো. আজিজুল (০১৮৯৫-৫৫৭১৩৮) এবং মো. মাহফুজুর রহমান (০১৭৪৮-৩৩৬৯৫৪)।
তরুণদের কাছে বার্তা
আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, “এই টুর্নামেন্ট শহীদদের স্মরণ এবং তরুণদের জাতীয় ইতিহাস সম্পর্কে সচেতন করার একটি প্ল্যাটফর্ম। খেলাধুলার মাধ্যমে নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেম গড়ে উঠুক, এটাই আমাদের লক্ষ্য।”
হেল্পলাইন ও হালনাগাদ তথ্য
টুর্নামেন্ট সংক্রান্ত সব হালনাগাদ তথ্য ও নিবন্ধনের জন্য যোগাযোগ করা যাবে
মোবাইল: ০১৩৪৫-৬৮৭২৫৫
ফেসবুক: ZIA Talent HUNT
বিস্তারিত জানা যাবে।এ টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়াযুদ্ধ নয়, এটি ইতিহাস, ত্যাগ ও চেতনার এক অনন্য উৎসব। তরুণ প্রজন্মের চোখে শহীদদের স্মৃতি ও স্বপ্নের পুনর্জাগরণ ঘটাতে এবারও মাঠ কাঁপাতে আসছে শহীদ ওয়াসিম-সাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ । ৯:১৯ অপরাহ্ণ