ময়মনসিংহ রেলস্টেশন গেট ২-এ ছিনতাইকারীদের কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার, র্যাব-১৪ এর বাবুল খানের দৌড়ে দুই ছিনতাইকারী গ্রেফতার
ময়মনসিংহ, ১০ জুলাই ২০২৫ – আজ ময়মনসিংহ রেলস্টেশন গেট ২-এ র্যাব-১৪ এর এক ঝটিকা অভিযানে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১৪ এর সদস্য বাবুল খান, যিনি দৌড়ে পালাতে থাকা ছিনতাইকারীদের সাহসিকতার সঙ্গে ধরে ফেলেন।
উদ্ধার হওয়া দুটি মোবাইলের মধ্যে একটি মোবাইলের প্রকৃত মালিক তাৎক্ষণিকভাবে শনাক্ত হন এবং যথাযথ প্রমাণপত্র যাচাই-বাছাই করে সেই মোবাইলটি তার হাতে হস্তান্তর করা হয়। অপর মোবাইলটি এখনো লক অবস্থায় রয়েছে, তবে তার মেমোরি থেকে কিছু ছবি পাওয়া গেছে যা থেকে মালিক শনাক্তে সহায়তা করা হতে পারে।
র্যাব-১৪ জানায়, যদি কেউ মোবাইলের ছবিগুলো দেখে পরিচিত ব্যক্তি বলে মনে করেন, তাহলে দ্রুত র্যাব-১৪ অথবা সদস্য বাবুল খানের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
এলাকাবাসী র্যাব-১৪ এর এই দ্রুত ও সাহসী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং এমন তৎপরতা অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ । ৯:১৫ অপরাহ্ণ