
শম্ভুগঞ্জে অবৈধ বালু সিন্ডিকেটের নেতা আনু মড়ল গ্রেফতার
মোঃ বিল্লাল হোসেন মানিক ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সিন্ডিকেটের অন্যতম হোতা আনু মড়লকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শম্ভুগঞ্জের স্ব-ঘোষিত প্রভাবশালী একটি চক্রের নেতৃত্ব দিতেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ৩২ নম্বর ওয়ার্ডের আনু মড়লকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান।
স্থানীয় সূত্রে জানা যায়, আনু মড়ল ও তার সিন্ডিকেট দীর্ঘদিন ধরে যৌথভাবে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। এতে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে, অন্যদিকে পরিবেশেরও মারাত্মক ক্ষতি হয়েছে।
এদিকে, আনু মড়লের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, আনু মড়লের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপরাধের অভিযোগ রয়েছে, যা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।