
ময়মনসিংহে বিএনপি’র বিশাল মিছিল: রাষ্ট্র মেরামত ও ৩১ দফা বাস্তবায়নের দাবিতে একতাবদ্ধ আন্দোলন
ময়মনসিংহ প্রতিনিধি:
রাষ্ট্র মেরামত ও ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের ৪ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ন আহবায়ক সোহেল পাঠানের নেতৃত্বে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং এতে বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের যুব সমাজের আইকন লিটন আকন্দ, যিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, “দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্র মোকাবেলা করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাব।”
তিনি আরো বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের জন্য অবিচল নেতা, আমরা তার সুস্বাস্থ্য কামনা করছি।” লিটন আকন্দ বলেন, “বিএনপি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য সব সময় সংগ্রাম চালিয়ে আসছে এবং সামনে আরও শক্তিশালী আন্দোলনের সূচনা হবে।”
এ মিছিলটি ময়মনসিংহ শহরের রাজনৈতিক অঙ্গনে নতুন এক সংকল্প তৈরি করেছে। মিছিলের মাধ্যমে বিএনপি আবারও তাদের ৩১ দফা বাস্তবায়ন ও রাষ্ট্র মেরামতের দাবি তুলে ধরেছে, যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।