
বাবুডাইং আলোর পাঠশালায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহিদ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের বাবুডাইং আলোর পাঠশালায় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়া, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষার্থীরা বাঁশ-কঞ্চি ও মাটি দিয়ে শহীদ মিনার তৈরি করে এবং বিদ্যালয়ের দেয়ালে আলপনা আঁকে।
প্রতিযোগিতায় প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। আগামীকাল বিজয়ীদের পুরস্কৃত করা হবে।