
পুলিশ যখন নিজেই মাদক ব্যবসায়ী!
সাড়ে ৯ কেজি গাঁজা নিয়ে বগুড়া আসার পথে পুলিশের এএসআই আটক
মোস্তফা আল মাসুদ, বগুড়া।
মাদকদ্রব্য পাচারের অভিযোগে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আটক হওয়ার ঘটনা ঘটেছে। অভিনব কায়দায় মোটরসাইকেলে করে সাড়ে ৯ কেজি গাঁজা নিয়ে বগুড়ায় আসার পথে গোবিন্দগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।
আটককৃত পুলিশ সদস্যের নাম আনিসুর রহমান (৪০)। তিনি লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে এবং গাইবান্ধার পলাশবাড়ী থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন।
গ্রেফতারের বিস্তারিত
গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় আনিসুর রহমানের কাছ থেকে সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং সাথে সাথে তাকে গ্রেফতার করা হয়। মাদকের চালান পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করেছে পুলিশ।
থানা পুলিশের বক্তব্য
পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্রো বলেন,
“এএসআই আনিসুর রহমান আমাদের থানায় কর্মরত ছিলেন। তিনি গোবিন্দগঞ্জে গাঁজাসহ পুলিশের হাতে আটক হয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
এদিকে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানিয়েছেন,
“আটককৃত পুলিশ সদস্যের বিরুদ্ধে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।”
পুলিশের বিরুদ্ধে মাদকের অভিযোগ—কী বার্তা দিচ্ছে?
একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যই যদি মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরে দুর্নীতি ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়টি আরও একবার সামনে নিয়ে এসেছে।
এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন মহলের পদক্ষেপ কী হবে, সেটিই এখন দেখার বিষয়।