ঢাবির চলচ্চিত্র উৎসবে শাকিব-জয়ার দিন, মাতবে সিনেমাপ্রেমীরা!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ । ১০:৪৮ পূর্বাহ্ণ

ঢাবির চলচ্চিত্র উৎসবে শাকিব-জয়ার দিন, মাতবে সিনেমাপ্রেমীরা!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে চলছে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। পাঁচদিনব্যাপী এই আয়োজনে আজ (১৮ ফেব্রুয়ারি) বিশেষভাবে প্রদর্শিত হবে শাকিব খান অভিনীত ‘তুফান’ এবং জয়া আহসান অভিনীত ‘নকশীকাঁথার জমিন’।

ভাষার মাস উপলক্ষে আয়োজিত এ উৎসব শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারি এবং চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা, দুপুর ১টা, বিকাল সাড়ে ৩টা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় চারটি করে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। আজকের প্রধান আকর্ষণ বিকালে শাকিবের ‘তুফান’ এবং সন্ধ্যায় জয়ার ‘নকশীকাঁথার জমিন’।

প্রতিটি চলচ্চিত্রের জন্য দর্শকদের টিকিটের মূল্য রাখা হয়েছে মাত্র ৫০ টাকা। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের পাশাপাশি পুরোনো ক্লাসিক সিনেমাও প্রদর্শিত হচ্ছে এ উৎসবে। আয়োজকরা জানিয়েছেন, বাংলা ভাষার চলচ্চিত্রের বিকাশ ও অগ্রগতির জন্য ২০০২ সাল থেকে ধারাবাহিকভাবে এই আয়োজন করা হচ্ছে।

চলচ্চিত্রপ্রেমীরা শাকিব-জয়ার ছবির জন্য উচ্ছ্বসিত। আয়োজকদের প্রত্যাশা, আজকের প্রদর্শনীতে দর্শকের উপচে পড়া ভিড় থাকবে।

কপিরাইট © নবকাল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন