
বেগমগঞ্জে ইউপি সদস্যকে মারধর, চেয়ারম্যানকে অবরুদ্ধ করে তালা দিল যুবদল-ছাত্রদল
মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ, নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জে কৃষকদের মাঝে সার বিতরণকে কেন্দ্র করে ইউপি সদস্যকে মারধর ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। পরে স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গোপালপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার গোপালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শামীম জানান, সকালে গ্রাম পুলিশের মাধ্যমে ওয়ার্ডের ৪৫ জন কৃষকের মাঝে সরকার-নির্ধারিত তালিকা অনুসারে সার বিতরণ শুরু হয়। এ সময় যুবদল নেতা রানা, জাবেদ ও ছাত্রদল নেতা মহসিন এতে বাধা দেন। একপর্যায়ে তারা ১৫-২০ জন লোক নিয়ে ইউনিয়ন পরিষদে এসে তাকে মারধর করে এবং পরিষদ থেকে বের করে দেয়। পরে চেয়ারম্যান মোশারেফ হোসেন মিন্টুকে তার কক্ষে রেখে দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবীবুর রহমান বলেন, “সার বিতরণ নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। মেম্বার দল নিয়ে গালাগালি করায় পরিস্থিতি উত্তপ্ত হয়। তবে তালা দেওয়ার ১০-১৫ মিনিটের মধ্যেই আমি তা খুলে দিয়েছি।”
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিএনপি নেতাদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়েছে।