
ময়মনসিংহে ডিবি পুলিশের সফল অভিযান: ওসি আবুল হোসেনের নেতৃত্বে ৭০০ পিস ই-য়াবাসহ গ্রেফতার ২
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সু-যোগ্য ইনচার্জ মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে এক সফল অভিযান পরিচালিত হয়েছে। রোববার (১৬.০২.২০২৫) গভীর রাতে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০০ পিস ই-য়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ওসি মোহাম্মদ আবুল হোসেন জানান, মাদক নির্মূলে ডিবি পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, “ময়মনসিংহকে মাদকমুক্ত করতে আমরা সদা প্রস্তুত। মাদক ব্যবসায়ীরা যতই চালাক হোক, আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশের এই সফল অভিযানে ময়মনসিংহবাসী সন্তোষ প্রকাশ করেছে এবং ওসি আবুল হোসেনসহ গোয়েন্দা শাখার সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছে।
প্রতিবেদন: মোঃ বিল্লাল হোসেন মানিক
জেলা প্রতিনিধি, ময়মনসিংহ