
সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে মৃত্যু – নন্দীগ্রামে শোকের ছায়া
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুইজন।
জানা যায়, কানাই জানা নামে এক ব্যক্তির বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য স্থানীয় মিস্ত্রি মৃত্যুঞ্জয় জানাকে ডাকা হয়। ট্যাংকে নামার পর বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে বাঁচাতে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তারাও আক্রান্ত হন।
গুরুতর অসুস্থ অবস্থায় চারজনকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে মৃত্যুঞ্জয় জানা ও পরিবারের আত্মীয় মানস গিরি মারা যান। কানাই জানা হাসপাতালে চিকিৎসাধীন, তবে এক মহিলাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার পর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে সেপটিক ট্যাংক পরিষ্কারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়েছেন অনেকে।