
সিএনজি অটোরিকশা মিটারের অতিরিক্ত ভাড়ার জরিমানা বাতিল: রাজধানীতে চালকদের বিক্ষোভের পর বিআরটিএর সিদ্ধান্ত পরিবর্তন
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিএনজি চালিত অটোরিকশার মিটারের অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য চালকদের বিরুদ্ধে মামলা ও ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার নির্দেশনা বাতিল করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত ১১ ফেব্রুয়ারি বিআরটিএ সিএনজি বা পেট্রলচালিত অটোরিকশার চালকদের মিটারের বেশি ভাড়া আদায় করলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের বিধানসহ মামলা করার নির্দেশ দেয়।
এই নির্দেশনার প্রতিবাদে রোববার সকালে রাজধানীর রামপুরা, মিরপুর ১৪, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন সিএনজি অটোরিকশা চালকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
চালকদের দাবি ছিল, মিটার ভাড়া বৃদ্ধি, মিটারে না চললে জরিমানার আইন বাতিল এবং পুলিশের হয়রানি বন্ধ করা। তাদের আন্দোলনের মুখে বিআরটিএ পূর্বের নির্দেশনা বাতিল করে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করে এবং অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য চালকদের অনুরোধ জানায়।
উল্লেখ্য, ২০০৩ সালে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে টু-স্ট্রোক বেবিট্যাক্সি তুলে দিয়ে সিএনজিচালিত অটোরিকশা চালু করা হয়। মিটারে নির্ধারিত ভাড়া ও যাত্রীদের চাহিদামতো গন্তব্যে চলাচল বাধ্যতামূলক হলেও চালকদের ইচ্ছেমতো ভাড়া নির্ধারণের অভিযোগ দীর্ঘদিনের।
সাম্প্রতিক এই ঘটনায় সিএনজি অটোরিকশা ভাড়া নিয়ে যাত্রী ও চালকদের মধ্যে বিরাজমান সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।