
পাঁচবিবিতে পরকীয়ার অভিযোগে প্রেমিক যুগল আটক, গ্রাম্য আদালতে সোপর্দ
মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের বৃদ্ধিগ্রাম এলাকায় পরকীয়ার অভিযোগে এক যুগলকে গ্রামবাসী আটক করেছে। গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে, শবেবরাতের ইবাদত শেষে বাড়ি ফেরার পথে স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় দেখে আটক করে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বৃদ্ধিগ্রামের মোঃ হাসান মতিউর রহমানের ছেলে মোঃ আতিক হাসান (৩০) পাশের গ্রাম আবার পাড়ার মোঃ বাবুল হোসেনের মেয়ে মোছাঃ বেবী খাতুনের (যার স্বামী সৌদি প্রবাসী) সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে গ্রামবাসীর সন্দেহ ছিল।
ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য মোঃ রানু মণ্ডল ও গ্রাম পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং উভয়কে ইউনিয়ন পরিষদে নিয়ে যান।
গ্রামবাসীর দাবি, অভিযুক্তদের আইনানুগ বিচার করা হোক, যেন ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। বর্তমানে বিষয়টি গ্রাম্য আদালতে বিচারাধীন রয়েছে।