ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ‘চিল ব্রো’ রেস্টুরেন্ট সিলগালা, মালিকসহ ৬ জন আটক
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ শহরে জেলা প্রশাসনের পরিচালিত এক বিশেষ অভিযানে “চিল ব্রো” নামের রেস্টুরেন্টটি সিলগালা করে রেস্টুরেন্টের মালিকসহ ৬ জনকে আটক করা হয়েছে। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযান সরজমিনে পরিচালিত হয়।
অভিযান চলাকালে দেখা যায়, “চিল ব্রো” রেস্টুরেন্টে লাইসেন্সবিহীনভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর রেস্টুরেন্টটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয় এবং সংশ্লিষ্টদের আটক করা হয়।
এসময় আরো তিনটি রেস্টুরেন্টকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২৩,০০০ টাকা জরিমানা করা হয়— এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা, অন্যটিকে ৮,০০০ টাকা এবং আরেকটিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
তাছাড়া শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত একই অভিযানে আরও কয়েকটি রেস্টুরেন্টকে স্বাস্থ্যবিধি না মানা, অনুমোদন ছাড়াই ব্যবসা পরিচালনা ও লাইসেন্সহীনতার কারণে মোট ৪৫,০০০ টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, “লাইসেন্স ছাড়া কিংবা অনৈতিক কাজের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান চালানো যাবে না। জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, ময়মনসিংহ জেলা ক্রাইম রিপোর্টার মোঃ বিল্লাল হোসেন মানিক ‘চিল ব্রো’ রেস্টুরেন্টের অনৈতিক কার্যকলাপের বিষয়ে সংবাদ প্রকাশের পরই জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
বিল্লাল হোসেন মানিকের নিউজের পর আজকের এই অভিযানে জনগণ স্বস্তি প্রকাশ করেছেন এবং প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ । ৭:১৮ অপরাহ্ণ