নান্দাইলে নিশির আলো ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:৫২ অপরাহ্ণ

নান্দাইলে নিশির আলো ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং

নান্দাইল প্রতিনিধিঃ আঃ হান্নান আল আজাদ

রক্তের গ্রুপ এবং রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে, ময়মনসিংহের নান্দাইলে ” নিশির আলো ফাউন্ডেশন” কতৃক আয়োজিত নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ৮তম ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সেখানে ৫০০ শিক্ষার্থী বিনামূল্যে নিজ নিজ ব্লাড গ্রুপ জানতে পারে।

উক্ত ক্যাম্পেইনে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেকের সভাপতিত্বে , কেন্দ্রীয় ক্রিয়া বিষয়ক সম্পাদক আরজুন জান্নাত মাইদার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে কথা বলেন নিশির আলো ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক ও কেন্দ্রীয় সভাপতি মো: তারেক আহমেদ সাগর এবং নিশির আলো ফাউন্ডেশন সাবেক উপদেষ্টা আল আমিন।
আরও উপস্থিত ছিলেন নিশির আলো ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সহকারী প্রধান সমন্বয়ক বিল্লাল হোসেন সহ নিশির আলো ফাউন্ডেশন এর কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক আদিবা জারনাজ মাইশা,এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সিয়াম সহ বরকত উল্লাহ,ইয়ামিন,পারভেজ সহ আরও অনেক নিশির আলো ফাউন্ডেশন এর সেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।

জানুন নিজের রক্তের গ্রুপ, বাঁচান জীবন নিশ্চিত স্বরূপ। এক ব্যাগ রক্তে বাঁচবে অনেক প্রাণ, আপনার রক্তদান অন্যদের জন্য নতুন জীবন। নিশির আলো ফাউন্ডেশনের নেতৃত্বে একটি দক্ষ টিমের মাধ্যমে সকাল ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ক্যাম্পিং এর কাজ চলে।

কপিরাইট © নবকাল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন