সার্বিক পারফরম্যান্সে জেলার শ্রেষ্ঠ এসআই সোহেল রানা: আবারো সম্মাননা অর্জন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:১৫ অপরাহ্ণ

 


সার্বিক পারফরম্যান্সে জেলার শ্রেষ্ঠ এসআই সোহেল রানা: আবারো সম্মাননা অর্জন

অপরাধ দমন ও জনসেবায় দৃষ্টান্ত; জনমনে বইছে আনন্দের বন্যা

ময়মনসিংহ প্রতিনিধি | সেপ্টেম্বর ২০২৫
ময়মনসিংহ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক পারফরম্যান্সে অসামান্য অবদান রেখে আগস্ট/২৫ এর শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন কোতোয়ালি মডেল থানার এসআই সোহেল রানা। ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ আবারো এই সম্মাননা অর্জন করেন তিনি।

পুরস্কার ঘোষণার পর ময়মনসিংহ জুড়ে জনমনে বইছে আনন্দের বন্যা। এলাকাবাসীর ভাষায়, তিনি শুধু একজন পুলিশ কর্মকর্তা নন, অপরাধীদের কাছে আতঙ্ক আর সাধারণ মানুষের কাছে প্রকৃত ‘সুপার হিরো’।

পুরস্কার পাওয়ার পর অনুভূতি জানাতে গিয়ে এসআই সোহেল রানা বলেন,
“পুরস্কার সবসময় কাজের ইস্পিহা বাড়ায়। এটা আমাদের কাজের সম্মান ও স্বীকৃতি। এই স্বীকৃতি ধরে রাখতে কাজের গুণগত মান আরও বাড়াতে হবে। আপনাদের সহযোগিতা পেলে পুলিশ জনগণের বন্ধু হয়ে পাশে দাঁড়াবে।”

আদর্শবান ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে সোহেল রানা বিশেষ করে আকুয়া এলাকায় অপরাধীদের জন্য ভয়ংকর এক নাম। মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে তার কঠোর অভিযানের কারণে এলাকাবাসী তাকে আস্থার প্রতীক হিসেবে দেখছেন।

কপিরাইট © নবকাল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন