ময়মনসিংহে প্রতারণা ও ধর্ষণ মামলার আসামি শান্ত হক মণ্ডল গ্রেফতার
ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশ প্রতারণা ও ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি শান্ত হক মণ্ডল (২৭) কে গ্রেফতার করেছে। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে শহরের চরপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা প্রকাশ করে এবং গ্রেফতারকারী এসআই মাকসুমুল হাসান খালিদকে ধন্যবাদ জানান।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগী নারীর সঙ্গে শান্ত হক মণ্ডলের পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২০ সালের ৩ মার্চ আসামি বাদীনিকে ভুয়া কাবিননামার মাধ্যমে বিয়ে করে বলে অভিযোগ রয়েছে। বিয়ের পর তারা কোতোয়ালী মডেল থানাধীন নওমহল আর কে মিশন রোডের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
বাদিনীর অভিযোগ, বিয়ের পর থেকে শান্ত হক মণ্ডল নিয়মিতভাবে যৌতুকের দাবি করে শারীরিক নির্যাতন চালাতেন। এমনকি তার গর্ভের সন্তান দুইবার নষ্ট করে দেয়। সর্বশেষ ২০২৪ সালের ১ ডিসেম্বর রাত আনুমানিক ১টার দিকে যৌতুকের টাকা আনতে অস্বীকার করলে আসামি তাকে মারধর করে বাসা ছেড়ে চলে যান। এরপর তিনি ভুক্তভোগীর সঙ্গে আর যোগাযোগ রাখেননি।
২০২৪ সালের ১৮ ডিসেম্বর ভুক্তভোগী নারী শান্ত হক মণ্ডলের বিরুদ্ধে প্রতারণা, যৌতুক ও ধর্ষণ মামলা দায়ের করেন। তদন্তে জানা যায়, আসামি যে কাবিননামা দিয়ে বাদীনিকে বিয়ে করার দাবি করেছিলেন তা সম্পূর্ণ ভুয়া ও সাজানো। এ বিষয়ে সংশ্লিষ্ট কাজী অফিস থেকেও কাবিননামাটি বানোয়াট প্রমাণিত হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামি প্রতারণার মাধ্যমে বাদীনিকে চার বছর ভুয়া কাবিননামার আড়ালে স্বামী দাবি করে বসবাস করে ধর্ষণ করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ । ৯:৫৮ অপরাহ্ণ