আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার
ময়মনসিংহে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানায় দায়ের করা মামলা নং-০৬, তারিখ ০২/০৯/২০২৫ ইং, ধারা-৩৭৯ পেনাল কোড অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ পিয়াল (৩৫), পিতা-রমজান আলী, সাং-বাঘমারা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
২। মুসা মিয়া (৩২), পিতা-সাঈদ মিয়া, সাং-পুনিয়াউট, থানা-সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
৩। রতন (৩২), পিতা-মৃত বাচ্চু মিয়া, সাং-শ্যামনগর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
অভিযান পরিচালনা করেন এ এস আই মোঃ আনিসুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ। পুরো অভিযানে সদর সার্কেল স্যার এবং অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা স্যারের দিকনির্দেশনা ছিল।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার এবং চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে এই চক্র আন্তজেলায় মোটরসাইকেল চুরি করে বিক্রয় করছিল।
আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ । ১২:০৫ পূর্বাহ্ণ