ময়মনসিংহে ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণে জেলা প্রশাসক মুফিদুল আলম
৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার — “জুলাই পুনর্জাগরণ” উপলক্ষে ইসলামিক ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হলো ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম।
তিনি তার বক্তব্যে বলেন, “পবিত্র ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী সংস্কৃতির বিকাশে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগণ, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও সুধীজনেরা।
পুরস্কার বিতরণ শেষে হামদ ও নাত পরিবেশন উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
আয়োজকরা জানান, আগামী দিনগুলোতেও ইসলামিক সংস্কৃতিকে জাগ্রত রাখতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ । ৬:০০ অপরাহ্ণ