মুুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর প্রানেশ রঞ্জন রায় — তাঁর কন্যা সুস্মিতা রায় উষ্ণের গৌরবময় অর্জন: আইওয়া স্টেট ইউনিভার্সিটিতে স্কলারশিপে মাস্টার্সে সুযোগ
নিউজ ডেস্ক:
ময়মনসিংহের শিক্ষা অঙ্গনে আজ রচিত হলো গর্বের এক দ্বৈত অধ্যায়। আজ ৩১ জুলাই ২০২৫ খ্রি. মুুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর প্রানেশ রঞ্জন রায়। তিনি এর আগে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কলেজ পরিদর্শক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এদিকে, তাঁর কন্যা সুস্মিতা রায় উষ্ণ যুক্তরাষ্ট্রের বিখ্যাত Iowa State University-তে ইংরেজি বিষয়ে আন্তর্জাতিক স্কলারশিপসহ মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ অর্জন করেছেন। উচ্চশিক্ষার এই সুযোগ সুস্মিতাকে পৌঁছে দিচ্ছে বিশ্বমানে গবেষণা ও জ্ঞানের এক নতুন পরিসরে।
প্রফেসর প্রানেশ রঞ্জন রায় বলেন,
“একই দিনে আমি দেশের একটি ঐতিহ্যবাহী কলেজে যোগ দিচ্ছি, আর আমার কন্যা দেশের বাইরে উচ্চশিক্ষায় পা রাখছে—এই দিনটি আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলোর একটি। সকলের কাছে দোয়া চাই।”
সুস্মিতা রায় উষ্ণের এই কৃতিত্ব শুধু তার পরিবার নয়, বরং পুরো ময়মনসিংহবাসী এবং বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের জন্যই এক অনুপ্রেরণার বার্তা।
একই দিনে পিতা-মেয়ের দুই প্রান্তে দুই ধরণের সাফল্য — গর্ব, অনুপ্রেরণা ও আশার দীপ্ত প্রতীক।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ । ৫:৪৩ অপরাহ্ণ