ভালুকায় রাজীব পরিবহনের বাস থেকে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ । ৪:১৭ অপরাহ্ণ

ভালুকায় রাজীব পরিবহনের বাস থেকে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

কাগজের আলো প্রতিবেদক, ভালুকা:
ময়মনসিংহের ভালুকায় যৌথ চেকপোস্ট অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার হয়েছে দুই মাদক কারবারি। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

ভালুকা থানার এসআই (নিঃ) মোঃ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ভালুকা মডেল থানার জিডি নং-৯৩৭, তারিখ ১৪/০৭/২০২৫ ইং অনুসারে সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানের অংশ হিসেবে ১৫ জুলাই ২০২৫ ভোররাতে (প্রায় ৪:০০ ঘটিকায়) ভালুকা থানাধীন স্কয়ার মাষ্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্থাপিত চেকপোস্টে রাজীব পরিবহনের একটি ঢাকা-গামী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় দুইজন যাত্রীর দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১। মোঃ আব্দুস সোবহান (৪০), পিতা-মৃত হাফিজ উদ্দিন, মাতা- হামেদা বেওয়া, সাং- বানারের পাড়, থানা- জামালপুর সদর, জেলা- জামালপুর।
২। মোঃ আনোয়ার হোসেন আনো (২৫), পিতা- মৃত আব্দুল গফুর, মাতা- রেজিয়া খাতুন, সাং- চক শ্যামরামপুর, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ।

১নং আসামি আব্দুস সোবহানের ডান হাতে থাকা শ্যামলা রঙের কাপড়ের শপিং ব্যাগে ৩টি গাঁজার পুটলা পাওয়া যায়, যার প্রতিটির ওজন ১ কেজি করে।
অপরদিকে ২নং আসামি আনোয়ার হোসেন আনোর বাম হাতে থাকা কালো রঙের স্কুল ব্যাগে ২টি গাঁজার পুটলা পাওয়া যায়, প্রতিটির ওজন ১ কেজি করে।

সর্বমোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদকদ্রব্য নিজ হেফাজতে বিক্রয়ের উদ্দেশ্যে রাখার কথা স্বীকার করেছে।

উদ্ধারকৃত আলামত সংরক্ষণ করে ধৃত আসামিদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা (নং-২৭, তারিখ ১৫/০৭/২০২৫ ইং) দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কপিরাইট © নবকাল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন