ময়মনসিংহের আকুয়ায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ । ৯:১০ অপরাহ্ণ

ময়মনসিংহে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

বিস্তারিত সংবাদ:
ময়মনসিংহ শহরের আকুয়া ফিরোজ লাইব্রেরী মোড় এলাকায় অবস্থিত জামিয়া আল ফালাহ মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

রোববার (১৪ জুলাই) এই ঘটনায় তৎপর হয় ময়মনসিংহের ৩ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা। ফাঁড়ির সুযোগ্য ইনচার্জ আবুল হোসেনের নেতৃত্বে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিব্বিরুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্যাতিত শিশুর পরিবার ও স্থানীয়রা দ্রুততম সময়ের মধ্যে দোষীর কঠোর শাস্তি দাবি করেছেন।

কপিরাইট © নবকাল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন