বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা অনুষ্ঠিত
ময়মনসিংহ, ১১ জুলাই:
বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে পরিবার পরিকল্পনা ময়মনসিংহ বিভাগীয় অফিসের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা ময়মনসিংহ বিভাগের পরিচালক মোঃ মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আবুবক্কর সিদ্দিক, স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডাঃ প্রদীপ কুমার সাহা এবং ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) লুৎফুন নাহার।
আলোচনায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা সেবার বিস্তার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক উপকরণ বিতরণ করা হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ । ২:৩১ অপরাহ্ণ