
আগামী নির্বাচন হবে ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫:
আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন—এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক।”শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (ANFREL)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান ও প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই।
আলোচনায় প্রতিনিধিদল বাংলাদেশে ANFREL-এর চলমান কার্যক্রম তুলে ধরেন। তারা জানান, সংস্থাটি স্বাধীন ও নাগরিক-চালিত নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থাকে পুনর্গঠনের অঙ্গীকার করেছে। এছাড়া স্টেকহোল্ডার ম্যাপিং ও প্রয়োজন নির্ধারণমূলক কার্যক্রমের মাধ্যমে সুশীল সমাজের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে তারা।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারের সহযোগিতায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মুক্ত ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।”
এই সাক্ষাৎ ও আলোচনা বাংলাদেশের গণতান্ত্রিক ভিত্তিকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট মহল।