
পারিবারিক রাস্তা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামে পারিবারিক রাস্তা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক আবদুল মোমেন (৬৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, টি.আর প্রকল্পের আওতায় নান্দাইল রোড ভেড়া থেকে মমিন বাড়ি পর্যন্ত নির্মাণাধীন একটি রাস্তা কাটতে চাইছিলেন চাচাতো ভাই আশরাফুল। এতে আবদুল মোমেন বাধা দিলে আশরাফুলের নেতৃত্বে তার স্ত্রী বিউটি, সবুজ ও নুরুজ্জামান মিলে তার ওপর হামলা চালায়। কিল-ঘুষি ও হাতাহাতির একপর্যায়ে আবদুল মোমেন জ্ঞান হারিয়ে ফেলেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নান্দাইল থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।