
কর্তার পা ধরেও পানি পাচ্ছে না কৃষক
মোঃ মাফিজুল ইসলাম
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর এলাকার কৃষকরা সেচ সংকটে দিশেহারা। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন সেচ প্রকল্পের যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ায় টানা ১৫-১৬ দিন ধরে তারা জমিতে পানি সেচ দিতে পারছেন না। এতে প্রায় দেড় শতাধিক কৃষকের রোপা ইরি-বোরো ধানের চারা শুকিয়ে যাচ্ছে, আর জমিতে আগাছা জন্মে আবাদ হুমকির মুখে পড়েছে।
নিজ খরচেও মিলছে না সমাধান
উপজেলার মহিপুর সাঁওতাল পাড়ায় অবস্থিত বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পটি দেখভালের দায়িত্বে রয়েছেন অপারেটর মোঃ সরোওয়ার হোসেন সবুজ। কৃষকদের অভিযোগ, সেচপাম্পটি অকেজো হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। ফলে কৃষকরাই নিজ খরচে ১৫ হাজার টাকা ব্যয় করে দুইবার মেরামত করান, কিন্তু ফলাফল শূন্য।
সেচ সংকট চরমে পৌঁছালে ক্ষুব্ধ কৃষকরা অপারেটর সবুজকে মারতে তেড়ে আসেন। এসময় তিনি বরেন্দ্র অফিসের মেকানিকের পা জড়িয়ে ধরে অনুরোধ করেন দ্রুত সেচ পাম্পটি মেরামতের জন্য।
কর্তৃপক্ষের আশ্বাস
পাঁচবিবি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের উপ-সহকারী মোঃ সালাউদ্দিন জানান, সেচ পাম্পটি ১৫-১৬ দিন ধরে বিকল থাকার বিষয়টি সঠিক নয়। তার দাবি, সমস্যার মূল কারণ বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন। তবে, দ্রুত ব্যবস্থা নিয়ে কৃষকদের জমিতে পানি সরবরাহ করা হবে বলে আশ্বাস দেন তিনি।
কৃষকদের দুর্ভোগের শেষ কোথায়?
অঞ্চলটির কৃষকরা জানান, ঋণ করে তারা জমিতে ধান রোপণ করেছেন। এখন যদি পানি না পাওয়া যায়, তবে তাদের ফসল নষ্ট হয়ে সর্বনাশ হবে। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।