
বাংলাদেশ শিক্ষক সমিতি ও কলেজ শিক্ষক সমিতির জাতীয় নির্বাহী কমিটির অভিষেক ও যৌথসভা অনুষ্ঠিত
ঢাকা, ১৬ মার্চ ২০২৫: রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের জাতীয় নির্বাহী কমিটির অভিষেক ও যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐক্য জোটের সংগ্রামী চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন ২য় যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শেখ আমজাদ আলী।
শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে আয়োজিত এ সভায় নেতৃবৃন্দ শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায়ের ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতারা।
শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয় এবং শিক্ষক সমাজের সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।