
সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
লিজা আক্তার:- নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জে একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দিনগত রাত ১১টার দিকে আগুন লাগে বলে জানান আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১১ টার দিকে আগুন দেখতে পেয়ে আমরা চেষ্টা করেছি আগুন নেভাতে। কিন্তু বাতাসের কারণে ক্রমশ আগুন ছড়িয়ে পড়তে থাকে। পাশের একটি তুলার দোকানেও আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া জানান, জালকুড়ি একটি ফার্নিচারের দোকানে আগুনের খবর পেয়ে দ্রুত কাঁচপুর ও আদমজী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।