
ইনার হুইল ক্লাবের মহতী উদ্যেগ।
স্টাফ রিপোর্টার:
ইনার হুইল ক্লাব পৃথিবী জুড়ে দীর্ঘ দিন যাবত মানবতার সেবা করে চলেছে। তারই ধারা বাহিকতায়
ইনার হুইল ক্লাব অব উত্তরা, ২৩ ই ফেব্রুয়ারিতে, উত্তরাতে “বেগম রোকেয়া মহিলা ও শিশু সংস্থায়”
রহমান মিয়া এবং সাহারা বেগম এই দু’জন অটিস্টিক কিশোর, কিশোরী কে
দুটি হুইল চেয়ার প্রদান করেন ।
এই প্রজেক্টে ইনার হুইল ক্লাব অব উত্তরা কে সময় দিয়েছিলেন সাহানা আলম নির্ঝর, চেয়ারম্যান ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮, ইনার হুইল ক্লাব সদস্যবৃন্দ তাঁর কাছে কৃতজ্ঞ।
এছাড়াও প্রজেক্টে ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন এবং IWC of Uttara র নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
হুইল চেয়ার পেয়ে ওদের আনন্দিত মুখচ্ছবিই আমাদের স্বার্থকতা।