
চর হরিপুরে মাদক সম্রাট রাজ্জাক মিয়ার তাণ্ডব: যুবসমাজ ধ্বংসের মুখে
ময়মনসিংহের শম্ভুগঞ্জের চর হরিপুর এলাকায় মাদক ব্যবসা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। স্থানীয় আলিয়া মাদ্রাসার পাশেই বসবাসকারী রাজ্জাক মিয়া (৪০) ও তার ছেলে রমজান মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ। এই মাদক চক্রের অংশ। এলাকাবাসীর দাবি, স্থানীয় কিছু ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতার সহযোগিতায় এই মাদক কারবারি করে আসছেন,।
ময়মনসিংহের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও সেবনের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। শহরের কৃষ্ণপুর, চরপাড়া, ব্রাহ্মপল্লী রোড, পুরোহিত পাড়া, সানকিপাড়া, শম্ভুগঞ্জ, কাচারী ঘাট, আলিয়া মাদ্রাসা রোড, বলাশপুর, কেওয়াটখালী, ময়মনসিংহ রেল স্টেশন, মাসকান্দা বাইপাস, চরপাড়া পপুলার গলি এলাকা, চোরখাই মহাসড়ক ও ভালুকার জামিরদিয়া মাষ্টারবাড়ী, সিডস্টোর, ভরাডুবা ও মল্লিক বাড়ি এলাকায় মাদকের আস্তানা রয়েছে।
মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের মধ্যে অনেকেই রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় থাকায় তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রশাসন ব্যর্থ হচ্ছে। ফলে যুবসমাজ মাদকের করাল গ্রাসে পড়ে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে।
এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে যুবসমাজকে রক্ষা করতে। তাদের মতে, প্রশাসনের সঠিক পদক্ষেপই পারে এই মাদক সম্রাটদের শেকড় উপড়ে ফেলতে।