
তারাকান্দায় রাস্তা খুঁড়ে উধাও ঠিকাদার, চরম দুর্ভোগে এলাকাবাসী
✍ মোঃ আলমগীর হোসেন, বিশেষ প্রতিনিধি,তারাকান্দা ময়মনসিংহ
ময়মনসিংহের তারাকান্দায় রাস্তা খুঁড়ে রেখে ঠিকাদার লাপাত্তা হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সংস্কারকাজ বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদা-পানিতে একাকার হয়ে যাচ্ছে, ফলে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এক মাস ধরে রাস্তা খুঁড়ে ফেলে রেখেছে ঠিকাদার
স্থানীয় উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে তারাকান্দা এসআর অফিস রোড থেকে ধলিরকান্দা (শাশিরকান্দা) পর্যন্ত ১ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়। এর আওতায় ফকিরের মোড় থেকে শাশিরকান্দা কেরানির বাড়ি পর্যন্ত রাস্তার কাজ শুরু হলেও এক মাস ধরে তা বন্ধ রয়েছে।
প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার অজ্ঞাত কারণে কাজ ফেলে উধাও হয়ে গেছেন। ফলে রাস্তার কিছু অংশ কাটা অবস্থায় পড়ে থাকায় সামান্য বৃষ্টিতেই তীব্র কাদা-পানির সৃষ্টি হচ্ছে, যা যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য ভয়াবহ দুর্ভোগ তৈরি করেছে।
জনদুর্ভোগে এলাকাবাসীর ক্ষোভ
স্থানীয় বাসিন্দা শাহজাহান মিয়া বলেন,
“এই রাস্তা দিয়ে পাঁচ-সাতটি গ্রামের মানুষ প্রতিদিন চলাচল করে। কিন্তু এখন কাদার মধ্যে হাঁটতে হয়, যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। অথচ কাজ শুরু হয়েছে অনেক আগে, কিন্তু ঠিকাদার গায়েব হয়ে গেছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের কষ্ট আরও বাড়বে।”
একইভাবে, শিক্ষার্থী মুনতাসির রহমান বলেন,
“রাস্তার বেহাল দশার কারণে স্কুলে যাওয়া-আসা কঠিন হয়ে পড়েছে। প্রায়ই কাদা-পানিতে পা পিছলে পড়ে যাই।”
প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন
স্থানীয়রা অভিযোগ করেছেন, কাজ বন্ধ হয়ে যাওয়ার পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। ঠিকাদারের খামখেয়ালির কারণে জনগণ চরম দুর্ভোগে পড়লেও উপজেলা প্রকৌশল অফিস কোনো পদক্ষেপ নেয়নি, যা প্রশাসনের দায়িত্বহীনতাকে স্পষ্ট করে।
কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
এ বিষয়ে তারাকান্দা উপজেলা প্রকৌশলী বলেন,
“আমরা বিষয়টি জানি এবং ঠিকাদারকে দ্রুত কাজ চালিয়ে যেতে বলেছি। যদি সে কাজ শুরু না করে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
দ্রুত কাজ শুরুর দাবি এলাকাবাসীর
ভুক্তভোগীরা দাবি জানিয়েছেন, দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে হবে। নয়তো তাদের ভোগান্তি আরও দীর্ঘস্থায়ী হবে এবং দৈনন্দিন জীবনে আরও বেশি অসুবিধার সৃষ্টি করবে।
তারাকান্দার এই রাস্তার সংস্কারকাজ ফেলে রাখা শুধুমাত্র একটি অব্যবস্থাপনার চিত্র নয়, বরং এটি প্রশাসনের ব্যর্থতাও প্রকাশ করে। ঠিকাদারের দায়িত্বহীনতা ও কর্তৃপক্ষের অবহেলার কারণে জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্টরা কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়।