
বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১, ভিক্টিম উদ্ধার
মোস্তফা আল মাসুদ, বগুড়া:
বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযানে অপহরণের শিকার রাকিবুল ইসলাম রিফাত (২২) কে উদ্ধার করেছে এবং অভিযুক্ত এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে।
অপহরণের ঘটনা:
২৬ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১:৩০ মিনিটে বগুড়ার জলেশ্বরীতলা কালিমন্দিরের সামনে থেকে চারজন দুর্বৃত্ত রাকিবুলকে জোরপূর্বক অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। তাকে বাদুড়তলা এলাকার একটি বাড়িতে আটকে রেখে অপহরণকারীরা তার মামা মো. আবুল কালাম আজাদের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
নির্যাতন ও মুক্তিপণ আদায়:
ভিক্টিমকে নির্যাতনের পাশাপাশি তার মানিব্যাগ থেকে ২৭০০ টাকা ছিনিয়ে নেয় অপহরণকারীরা। পরিবারের কাছ থেকে মোট ১৭ হাজার টাকা বিকাশের মাধ্যমে আদায় করা হয়।
ডিবির অভিযান:
পরিবারের অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ প্রযুক্তিগত সহায়তায় অভিযান চালিয়ে বিকেল ৫টায় বগুড়া জহুরুল নগর মদিনা মসজিদের সামনে থেকে অপহরণ চক্রের সদস্য মো. রাতুল ইসলাম (২২) কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে মুক্তিপণের ৫০০০ টাকা ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
পলাতক আসামিরা:
গ্রেপ্তারকৃত রাতুলের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় পলাতক রয়েছে ফারদিন আল মানসিফসহ আরও ৬-৭ জন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিশ্রুতি:
বগুড়া জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।