
পবিত্র মাহের রমাদান আগমন উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য মাহে রমাদান র্যালী
নীলফামারী প্রতিনিধি:
মাহের রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। রহমতেরি বানী নিয়ে মাগফেরাতের পয়গাম্ব নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে।
ধর্মপ্রাণ মুসলমানের পবিত্র একটা মাস পবিত্র মাহের রমজান। এ মাসে রোজা, নামাজ আর যাকাতের মধ্য দিয়ে শুরু ও শেষ হয়।
রমজান এ মাসে ধর্মপ্রাণ মুসলমানেরা সেহেরি খেয়ে সারাদিন রোজা রেখে নামাজ বন্দেগীর মধ্য দিয়ে শেষ করেন পুরো একটা মাস। এরই ধারাবাহিকতা আজ রমজান মাস আগমন উপলক্ষে নীলফামারীতে মানারাত মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এক বিশাল বর্ণাঢ্য মাহে রমাদান র্যালী বের করেন।
সকাল ১০ টায় নিজ ক্যাম্পাস থেকে নীলফামারীর চৌরঙ্গী মোড় হয়ে বড় বাজার পর্যন্ত শেষ করে। আমরা কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, আমরা শহরে বিভিন্ন রকমের বর্ণাঢ্য র্যালী দেখে থাকি। তবে মানারাত মাদ্রাসার বর্ণাঢ্য মাহে রমাদান র্যালী নীলফামারীতে সুন্দর একটি আয়োজন।
এছাড়াও আজ নীলফামারী জেলা সদরের ডিমলা উপজেলায় আল মদিনা মডেল মাদ্রাসা এই আয়োজন করে।