
রহিম বখস উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠান
রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার রহিম বখস উচ্চ বিদ্যালয়ে এর উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী, বিদায় অনুষ্ঠান নবীন বরণ, অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিজ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি রহিম বখস উচ্চ বিদ্যালয় আলহাজ্ব বদিরুজ্জামান পান্না,
অভিভাবক সদস্য জিয়ারুল ইসলাম,
এছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথি বলেন শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান মোবাইল আসক্ত থেকে শিশুদের দূরে থাকতে বলেন,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।