
- মিডিয়া কমিশন গঠনের মাধ্যমে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে – এড. এম.এ হান্নান খান
মোঃ বিল্লাল হোসেন মানিক ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহে বিএনপির লিফলেট বিতরণে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বা
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে ‘মিডিয়া কমিশন’ গঠনের মাধ্যমে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এড. এম.এ হান্নান খান।
২৩ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজার এলাকায় বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করবে এবং জনগণের মত প্রকাশের অধিকার রক্ষায় কাজ করবে।
লিফলেট বিতরণকালে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, ফরহাদ হোসেন ভূঁইয়া, মহানগর ছাত্রদল নেতা বাবু, সুমন, মনির, ইলহাম, তৌছিফ, শাওন, উজ্জ্বল-সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এড. এম.এ হান্নান খান আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে। এই প্রচারণার মাধ্যমে জনগণকে বিএনপি’র ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সচেতন করা হচ্ছে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হচ্ছে।