
সম্মাননা পেলেন সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন মানিক ক্রাইম রিপোর্টার হিসেবে
ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ৩য় বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫-এ অনুসন্ধানী প্রতিবেদন ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা পেলেন অল টাইম ক্রাইম নিউজ-এর নির্বাহী সম্পাদক মোঃ বিল্লাল হোসেন মানিক।
২৩ ফেব্রুয়ারি, রবিবার ময়মনসিংহ জেলা পরিষদের শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকতা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়। হেমন্ত টিভি, দৈনিক হেমন্ত কাল এবং প্রাপ্তি ল্যাবরেটরীজ (আয়ু) লিমিটেডের সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন মানিক দীর্ঘদিন ধরে অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে অপরাধ অনুসন্ধানে তার নিরলস প্রচেষ্টা ও সাহসী রিপোর্টিং তাকে এ স্বীকৃতি এনে দিয়েছে। তার এ সম্মাননা প্রাপ্তি ময়মনসিংহের সাংবাদিক সমাজের জন্য একটি গর্বের বিষয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, সত্য ও নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব, আর মোঃ বিল্লাল হোসেন মানিক সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। তারা আশা প্রকাশ করেন, তিনি ভবিষ্যতেও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতার এই ধারা অব্যাহত রাখবেন।