
ময়মনসিংহে ডিবির সফল অভিযান: ৪টি বিরল তক্ষকসহ পাচারকারী গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি: মোঃ বিল্লাল হোসেন মানিক
ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪টি বিরল প্রজাতির তক্ষকসহ এক বন্যপ্রাণী পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তক্ষক সংরক্ষণের জন্য ব্যবহৃত তিনটি বিশেষ ঝুড়িও জব্দ করা হয়।
অভিযানের বিশদ বিবরণ
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চরশ্রীরামপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল, ওসি আবুল হোসেনের নেতৃত্বে, পাচারের প্রস্তুতিকালে মোঃ রবিন মিয়াকে (৩৫) আটক করে। তিনি ওই গ্রামের আসকর আলীর ছেলে।
তক্ষকের মূল্য কোটি টাকা!
বিশ্বব্যাপী বিরল প্রজাতির তক্ষকের চাহিদা অনেক বেশি। আন্তর্জাতিক বাজারে এসব তক্ষক কোটি টাকায় কেনাবেচা হয় বলে ধারণা করা হয়। কিছু অসাধু চক্র তক্ষকের দেহাংশ ও চামড়াকে বিশেষ ওষুধের উপাদান হিসেবে ব্যবহার করা হয় বলে গুজব ছড়িয়ে বন্যপ্রাণী পাচারে লিপ্ত থাকে। তবে বিজ্ঞানীরা এই দাবির কোনো সত্যতা খুঁজে পাননি।
গ্রেফতার কিভাবে?
ডিবি পুলিশের ইনচার্জ আবুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে রবিন মিয়া গোপনে এই অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ির সামনে অভিযান চালিয়ে চারটি বিরল তক্ষক ও তিনটি ঝুড়িসহ তাকে আটক করা হয়।
জব্দকৃত আলামত:
✔ ৪টি বিরল প্রজাতির তক্ষক
✔ ৩টি বিশেষভাবে তৈরি ঝুড়ি
✔ বন্যপ্রাণী কেনাবেচার কিছু নথিপত্র
বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগ
২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, কোনো বন্যপ্রাণী ধরা, সংরক্ষণ, পরিবহন বা বিক্রি সম্পূর্ণ অবৈধ। এ ধরনের অপরাধের জন্য ৫ বছরের কারাদণ্ড এবং বড় অঙ্কের জরিমানার বিধান রয়েছে।
গত এক মাসে ময়মনসিংহ ডিবির উল্লেখযোগ্য সাফল্য
১. মাদকবিরোধী অভিযান:
- ৩০ কেজি গাঁজা, ৫০০ বোতল ফেনসিডিল, ২ হাজার পিস ইয়াবাসহ ১২ জন মাদক কারবারি গ্রেফতার।
- নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০টি মাদক স্পট উচ্ছেদ।
২. অস্ত্র উদ্ধার:
- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪টি দেশীয় পিস্তল, ২টি রিভলভার ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার।
- ৩ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার।
৩. চুরি ও ছিনতাই প্রতিরোধে অভিযান:
- নগরীর ব্যস্ত এলাকায় মোবাইল চুরি, ব্যাগ ছিনতাই ও অটোরিকশা চুরির ঘটনায় জড়িত ৭ জন অপরাধী গ্রেফতার।
- উদ্ধারকৃত ১০টি চোরাই মোবাইল ফোন ও ৩টি চোরাই মোটরসাইকেল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর।
৪. চাঁদাবাজি ও প্রতারণা বন্ধে ব্যবস্থা:
- ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৫ জন সন্ত্রাসীকে গ্রেফতার।
- ভূয়া পরিচয়ে প্রতারণা করে টাকা আদায়কারী চক্রের ৩ সদস্য গ্রেফতার।
ডিবির বার্তা: অভিযান চলবে
ডিবি পুলিশের ওসি আবুল হোসেন জানান, “ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের নির্দেশে অপরাধ দমন ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আমাদের অভিযান চলমান থাকবে। মাদক, অস্ত্র, চুরি ও প্রতারণার মতো অপরাধ দমনে আমরা আরও কঠোর হবো।”
আদালতে সোপর্দ
গ্রেফতারকৃত রবিন মিয়ার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
সতর্কবার্তা
আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনগণকে এ ধরনের প্রতারণা ও অবৈধ ব্যবসা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। কেউ যদি কোথাও বন্যপ্রাণী পাচারের তথ্য পান, তাহলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।