
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হরিপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ বেদিতে পুষ্প স্তাবক অর্পণ।
জয়নুল আবেদীন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে হরিপুরে রাত বারোটা এক মিনিটে হরিপুরের কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন হরিপুর উপজেলা প্রশাসন ও হরিপুর উপজেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি একই সাথে শোকাবহ ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পাক বাহিনীর গুলি বর্ষণে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বারসহ আরো অনেকে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-উপলক্ষে হরিপুর উপজেলা প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত বারোটা এক মিনিটে মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভাষা শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ২ আসনের সাবেক এমপি জনাব জেড মর্তুজা চৌধুরী তুলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান । হরিপুর থানার ওসি মোঃ জাকারিয়া মন্ডল, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন , হরিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।