
কুষ্টিয়া মিরপুরে প্রকৌশলীকে লাঞ্ছিত ও কর্মকর্তাদের হুমকির প্রতিবাদে মানববন্ধন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রকৌশলী জহীর মেহেদী হাসানকে লাঞ্ছিত এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের হুমকি ও লাঞ্চনার ঘটনায় প্রতিবাদ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনটি আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা ঘটনার জড়িতদের শাস্তি ও উপজেলা পরিষদে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
ভুক্তভোগী প্রকৌশলী অভিযোগ করেন, বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আতাউল হক চঞ্চল তার অফিসে এসে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে লাঞ্ছিত করেন এবং বৃহস্পতিবার সকালে ১০-১২ জন সন্ত্রাসী নিয়ে এসে তাকে মারধরের চেষ্টা করেন। এ সময় তার সহকারীকে রক্ষা করতে গেলে তারা তাকেও লাঞ্ছিত করেন। তিনি আরও অভিযোগ করেন, তার মোবাইল ভাঙা হয় এবং তাকে দড়ি দিয়ে বাধার চেষ্টা করা হয়।
এ ঘটনার পর মানববন্ধনে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছা বলেন, সিসিটিভি ফুটেজে প্রমাণিত হয়েছে যে, গতকাল (১৯ ফেব্রুয়ারি) প্রকৌশলীকে ধাক্কা ও শারীরিক নির্যাতন করা হয়েছে। তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের ঘটনা থেকে এড়ানোর জন্য সকল কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, সহকারী কৃষি অফিসার, প্রাণিসম্পদ কর্মকর্তা, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারসহ মিরপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।