
নাফ নদী থেকে চারটি ট্রলারসহ ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে চারটি ট্রলারসহ ১৯ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শাহপরীর দ্বীপের ঘোলারচর ও নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় জেলে নূর মোহাম্মদ জানান, টেকনাফ পৌরসভার কাইয়ুকখালী ঘাট থেকে দুটি বোটে থাকা বাঙালি ও রোহিঙ্গাসহ নয়জনকে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তুলে নিয়ে যায় আরাকান আর্মি। তবে এখনো তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এর আগে, ১০ দিন আগে ৪ জন বাঙালি ও ৬ জন রোহিঙ্গা জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে যায় একই গোষ্ঠী। এখনো তাদের ফেরত দেওয়া হয়নি, যা নিয়ে স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, “আরাকান আর্মি নাফ নদীর দুটি পয়েন্ট থেকে ১৯ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে। তাদের উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।”
এ ঘটনার পর স্থানীয় জেলেদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা নিরাপত্তা নিশ্চিত না হলে মাছ ধরতে যেতে অনীহা প্রকাশ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জেলেদের নিরাপত্তার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে।