
এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
মোঃ মোরছালিন ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম-এর নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে। আজ ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী জেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে দুপুর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নীলফামারীর বিভিন্ন জায়গায় থেকে আসা নেতাকর্মীরা জড়ো হতে থাকে, পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান আর গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে আজকের বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষ করেন।