
প্রধানমন্ত্রীর মেয়াদ দুই টার্ম নির্ধারণের প্রস্তাবনা – এডভোকেট এম. এ. হান্নান খান
মোঃ বিল্লাল হোসেন মানিক ময়মনসিংহ জেলা প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে ময়মনসিংহ মহানগর বিএনপি লিফলেট বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
গত ১৭ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যায় নগরীর আকুয়া মাদ্রাসা কোয়ার্টার রেলক্রসিং থেকে সানকিপাড়া বাজারসহ আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। এ সময় মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এডভোকেট এম. এ. হান্নান খান বলেন, “৩১ দফার অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তাবনা হলো, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা পরপর সর্বোচ্চ দুই মেয়াদ নির্ধারণ করা। ক্ষমতার কেন্দ্রিকতা কমিয়ে গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতেই এই সংস্কার প্রয়োজন।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, ফরহাদ হোসেন ভূঁইয়া, বাকৃবি ছাত্রনেতা শেখ মো. মিরাজ উদ্দিন, অংকন, রাইসুল ইসলাম, বায়জিদ, রফিক, রিমনসহ অন্যান্য নেতাকর্মীরা।
বিএনপি’র নেতারা বলেন, বর্তমান শাসন ব্যবস্থায় ক্ষমতার দীর্ঘস্থায়ীত্বের ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা ব্যাহত হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে।