
শহীদ বিশালের পরিবারের পাশে জেলা মৎস্য অফিস, পুকুরে মাছের পোনা অবমুক্ত
মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ বিশালের পরিবারের পাশে দাঁড়িয়েছে জয়পুরহাট জেলা মৎস্য অফিস। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামে শহীদ বিশালের বাড়িতে যান জেলা মৎস্য অফিসার মোঃ মাসুদ রানা।
এসময় তিনি পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং তাদের স্বচ্ছলতা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন। শহীদ বিশালের পরিবারের জন্য মৎস্য অফিসের পক্ষ থেকে তাদের পুকুরে ৪০০ পিস কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয় এবং লালন-পালনের জন্য মাছের খাদ্য সরবরাহ করা হয়।
জেলা মৎস্য অফিসারের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক শ্রী তারাপদ চৌহান ও পাঁচবিবি সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোছাঃ মাহমুদা খাতুন পপি।
জয়পুরহাট জেলা প্রতিনিধি
তারিখ: ১৮-০২-২০২৫