
এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পাবনায় জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ
মোঃ নুরুন্নবী, পাবনা প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্মরণকালের অন্যতম বৃহৎ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শহীদ চত্বর থেকে শুরু হওয়া বিশাল বিক্ষোভ মিছিলটি কোর্ট মোড়, অনন্ত মোড়, মুজাহিদ ক্লাব হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে সকাল ৯টা থেকেই বিভিন্ন উপজেলা, থানা ও ইউনিয়ন শাখা থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে শহীদ চত্বরে জড়ো হন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “শেখ হাসিনার ট্রেনবহরে হামলার মিথ্যা মামলায় পাবনা বিএনপির ৪৭ নেতাকর্মী মুক্তি পেয়েছে। ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি লুৎফুর রহমান বাবর ও তারেক রহমানও মুক্তি পেয়েছেন। কিন্তু আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি। এটি অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে বলে আমরা আশা করি। তবে আমাদের নেতাকে দ্রুত মুক্তি না দিলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার খান, নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন, সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম, বগুড়া অঞ্চল পরিচালক টিমের সদস্য নজরুল ইসলাম, বেড়া উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল বাছেত খান, পাবনা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, সদর আমীর আব্দুর রব, সাবেক আমীর অধ্যাপক রকিব উদ্দিন ও ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।
পাবনা জেলা প্রতিনিধি
তারিখ: ১৮-০২-২০২৫
মোবাইল: ০১৭৬৮৯২১৯৬৯