বেগমগঞ্জে ইউপি সদস্যকে মারধর, চেয়ারম্যানকে অবরুদ্ধ করে তালা দিল যুবদল-ছাত্রদল
মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ, নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জে কৃষকদের মাঝে সার বিতরণকে কেন্দ্র করে ইউপি সদস্যকে মারধর ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। পরে স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গোপালপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার গোপালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শামীম জানান, সকালে গ্রাম পুলিশের মাধ্যমে ওয়ার্ডের ৪৫ জন কৃষকের মাঝে সরকার-নির্ধারিত তালিকা অনুসারে সার বিতরণ শুরু হয়। এ সময় যুবদল নেতা রানা, জাবেদ ও ছাত্রদল নেতা মহসিন এতে বাধা দেন। একপর্যায়ে তারা ১৫-২০ জন লোক নিয়ে ইউনিয়ন পরিষদে এসে তাকে মারধর করে এবং পরিষদ থেকে বের করে দেয়। পরে চেয়ারম্যান মোশারেফ হোসেন মিন্টুকে তার কক্ষে রেখে দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবীবুর রহমান বলেন, “সার বিতরণ নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। মেম্বার দল নিয়ে গালাগালি করায় পরিস্থিতি উত্তপ্ত হয়। তবে তালা দেওয়ার ১০-১৫ মিনিটের মধ্যেই আমি তা খুলে দিয়েছি।”
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিএনপি নেতাদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়েছে।

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ, নোয়াখালী
প্রকাশের সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ । ১০:১৮ অপরাহ্ণ