
ইনার হুইল উত্তরা ক্লাবের উদ্যোগে ময়মনসিংহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ
ময়মনসিংহের “পাট গুদাম আবাসন” বস্তি এবং “মরা খোলা রেলওয়ে কলোনী” বস্তির শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ইনার হুইল উত্তরা ক্লাব, ডিস্ট্রিক্ট ৩২৮।
গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ক্লাবের সৌজন্যে আয়োজিত এ মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল উত্তরা ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন এবং ক্লাব সেক্রেটারি গুলসান নাসরীন চৌধুরী। এ সময় ক্লাবের অন্যান্য সদস্য, স্থানীয় এলাকাবাসী, শুভানুধ্যায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতার্তদের সহায়তায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।