
সংস্কার প্রস্তাবের আলাপ-আলোচনা যতবেশি দীর্ঘায়িত হবে দেশ ততবেশি সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার সংস্কার করে আমরা সংস্কারের আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর করতে থাকি তাহলে যে স্বৈরাচারকে বাংলাদেশের সকল মানুষ, দল-মত নির্বিশেষে, শ্রেণিপেশা নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে এদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে তারা সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। কাজেই সমাজের বিজ্ঞ, সম্মানিত ব্যক্তিবর্গ যারা সংস্কারের কথা বলছেন আপনাদের সকলের কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার সংস্কার বক্তব্য রেখে এই আলাপ দয়া করে দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ ততবেশি সংকটের মুখে পড়বে, আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে।
রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর কদমতলীতে রাষ্ট্র মেরামতে দলটির এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শ্যামপুরের কদমতলীর বালুর মাঠে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান অতিথি তারেক রহমান।
তারেক রহমান বলেন, বহু মানুষ ভোটের অধিকার আদায়ের জন্য হতাহত হয়েছে। জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচনের বিকল্প নেই। এর মাধ্যমে সমস্যার জট খুলতে শুরু করবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ যত দ্রুত শুরু হবে, তত দ্রুত দেশকে রক্ষা করা যাবে।
তিনি আরও বলেন, স্বৈরাচারের সামনে একমাত্র বিএনপিই সংস্কারের কথা বলেছিল। আড়াই বছর আগেই এই ৩১ দফা দেওয়া হয়েছিল। ৩১ দফার সাথে সরকারের সংস্কার প্রস্তাবনায় খুব বেশি ফারাক নেই। এসময় ১০ টাকা কেজি চাল দেওয়ার মতো মিথ্যা আশ্বাস না দিয়ে বাস্তবতার আলোকে মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চাই।
নির্বাচন ছাড়া কোনো ভিন্ন পথ নেই মন্তব্য করে তারেক রহমান বলেন, সংস্কারের প্রস্তাবগেুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সবার আগে নির্বাচন প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে যাদেরকে জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে, তাদেরকে শুরু করতেই হবে। সংস্কারের কাজ করতে হলে তা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। কারণ যারা নির্বাচিত হয়ে আসবে তারা জনগণের কাছে ওয়াদাই করবে যে, তারা সুযোগ পেলে বাস্তবায়ন করবে এই সব সংস্কার।
তিনি আরও বলেন, সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারব। কাজেই আসুন এই সংস্কারকে বাস্তবায়ন করতে হলে উপায় একটাই যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যে সংস্কার প্রস্তাব অন্তবর্তীকালীন সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে। এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হলে নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই।
তারেক রহমান বলেন, আমি মনে করি, নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা যায় এটা সকলকে অনুধাবন করতে হবে। কোনো কোনো ব্যক্তি বলেন যে, নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি বলি, সাথে সাথে সব সমস্যার সমাধান হবে না। কিন্তু নির্বাচন হলে জনগণের ভোটের মাধ্যমে, জনগণের রায়ের মাধ্যমে যে দল বা যে ব্যক্তি বা যারা দেশ পরিচালনার সুযোগ পাবে তারা সমস্যার জট বা সমস্যার যে গিট্টু সেগুলো আস্তে আস্তে খুলতে পারবে।
তিনি আরও বলেন, বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশ ও মানুষের সেবা করা। দেশের মানুষ ১৫ বছর যাবৎ স্বৈরাচারীর বিরুদ্ধে লড়াই করেছে ভোটের জন্য, বাক স্বাধীনতা অর্জন করার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য। মানুষের চাহিদা, দেশের উন্নয়নের বিষয় বিবেচনায় রেখে বিএনপি প্রথমে ২৭ দফা ঘোষণা করেছিল। তার পরবর্তীতে বিএনপি যাদেরকে নিয়ে স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলনে কাজ করেছে তাদেরকে নিয়ে আমরা ৩১ দফা প্রণয়ন করেছি। যারা সংস্কার সংস্কার করছেন প্রতিদিন। এই মানুষগুলোকে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতে দেখিনি। আজকে যারা সংস্কারের কথা বলছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অথচ দুই আড়াই বছর আগে বিএনপি বলেছিল সংস্কারের কথা। কারণ আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে। আমরা আগস্টের ৫ তারিখ সেটা হবে হয়তো সেটা জানতাম না।
তারেক রহমান বলেন, যানজট একটা ভয়ানক সমস্যা। প্রত্যেক মানুষকে যানজটের যন্ত্রণা ভোগ করতে হয়। এই যানজটকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। কাজেই আমাদের উপায় বের করতে হবে। বায়ু দূষণে ঢাকা বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে। দিল্লির সাথে বায়ু দূষণে কম্পিটিশন চলছে। কোনোদিন দিল্লি এক নম্বরে ঢাকা দ্বিতীয়, কোনোদিন ঢাকা প্রথম দিল্লি দ্বিতীয়। আমি রাজনৈতিক কর্মী হিসেবে বুঝি জবাবদিহিতা না থাকলে কোন রাষ্ট্র টিকিয়ে রাখা সম্ভব না। আমাদের সংসারেও কিন্তু জবাবদিহিতা থাকে। জবাবদিহিতা ছিল না বলেই দেশের সম্পত্তি লুটপাট করে বিদেশে পাচার করতে পেরেছে শেখ হাসিনা ও তার দোসররা। যদি সত্যিকার অর্থে মানুষের ভোটে সকল পর্যায়ে অংশগ্রহণমূলক নির্বাচন হতো তাহলে এসব সমস্যা থাকতো না। আপনারা যে মানুষটিকে নির্বাচন করতেন তিনি সবকিছু দেখতেন আপনাদের সমস্যা থাকতো না। কারণ নিবাচিত ব্যক্তি চিন্তা করতো মানুষের সমস্যার সমাধানের চেষ্টা যদি না করি; তাহলে যখন আবার ভোট হবে তখন আমি হেরে যাব। ১৭ বছরে বিএনপিসহ বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন। গুম-খুন হয়েছেন, সারাদেশে দলের লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত হয়েছে অধিকারের আদায়ের জন্য। জবাবদিহিতা হচ্ছে নির্বাচন, সেটা জাতীয় নির্বাচনই হোক, আর স্থানীয় সরকার নির্বাচনই হোক। একটা নির্দিষ্ট সময়ে নির্বাচন হতে হবে। দশ টাকার কথা বলে ৭০ টাকা কেজি দরে চাল খাওয়ানো হলে ৫ আগস্ট এর মতো অবস্থা হবে। আমরা যদি দেশের ভাগ্য পরিবর্তন করতে চাই, জনগণের ভাগ্য পরিবর্তন করতে চাই; তাহলে অবশ্যই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। যত দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিতে পারব তত দেশকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে পারব। নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তা আমরা বলিনি। কিন্তু যারা নির্বাচিত হবেন তারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হবেন। ভোটের অধিকারের জন্য বহু মানুষ জীবন দিয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন ভোটের অধিকারের জন্য। লক্ষ লক্ষ মানুষ গত ১৭ বছরে বাংলাদেশে বাংলাদেশের বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন প্রমুখ।