বীরগঞ্জে গলায় ফাঁসি দিয়ে বৃদ্ধের মৃত্যু.
রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ, দিনাজপুর (প্রতিনিধি)দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দক্ষিণ নিজপাড়ার স্বর্গীয় নগেন্দ্র লাল মল্লিকের পুত্র শিবু রঞ্জন মল্লিক (৮৫). মঙ্গলবার ২৮ অক্টোবর সকাল আনুমানিক ৮ ঘটিকা থেকে ৯ ঘটিকার মধ্যে তার নিজ বসত বাড়ির গোয়াল ঘরে বাঁশের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
ওই বাড়িতে স্বামী-স্ত্রী দুজনেই থাকতেন।
প্রতিবেশী ও পারিবারিক সূত্রে জানা যায় বৃদ্ধ শিবু রঞ্জন মল্লিক দীর্ঘদিন থেকে অসুস্থ ছিল।
ঘটনার সময় তার সহধর্মিনী মোবাইলে ফোন করতে বাড়ির বাহিরে যায়, সুযোগ পেয়ে বৃদ্ধ সকলের অজান্তে তাদের গোয়াল ঘরে ঢুকে ফাসিতে ঝুলে আত্মহত্যা করে।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারসহ সুরতহাল রেকর্ড করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সড্যতা নিশ্চিত করে বলেন এতদ্ব সংক্রান্ত থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।