ময়মনসিংহে মাদকসহ দুইজন আটক
ক্রাইম রিপোর্টার মোঃ বিল্লাল হোসেন মানিক
ময়মনসিংহ শহরের কোতোয়ালি মডেল থানাধীন আকুয়া ইসলামিয়া একাডেমী রোড এলাকা থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য ইনজেকশনসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (০৪ অক্টোবর ২০২৫) বিকেলে ৩ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আবুল হোসেনের নির্দেশে অভিযান পরিচালনা করেন এসআই মোহাম্মদ সোহেল রানা। এ সময় মোঃ বাবুল (৪৪) ও মোহাম্মদ লিটন মিয়া (৪৫) নামের দুইজনকে ৮০ পিচ ইনজেকশনসহ হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।