ক্রাইম রিপোর্টার মোঃ বিল্লাল হোসেন (মানিক)
ময়মনসিংহ
অদ্য বুধবার (০২ অক্টোবর ২০২৫ ইং) তারিখে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ করেছে।
থানার সূত্রে জানা যায়, বদরের মোড়স্থ এস আর পার্সেল লিমিটেড অফিস হতে ১০৮ পিস ভারতীয় অবৈধ কম্বল উদ্ধার করা হয়। এসময় মোহাম্মদ রাকিবুল ইসলাম শান্ত নামের এক যুবককে আটক করে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা যায়, উক্ত কম্বলগুলো অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করিয়ে পার্সেলের মাধ্যমে পাচারের চেষ্টা চলছিল। আটককৃতকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় পণ্য অবৈধভাবে আনা-নেওয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। জনগণকে সচেতন থাকতে এবং অবৈধ ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।