ঝিনাইগাতীতে র্যাব-১৪ এর অভিযানে ৬২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে ৬২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা।
২৮ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ, রাত ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ জানতে পারে, ঝিনাইগাতী থানার ৫ নম্বর সদর ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন পাকা রাস্তার পূর্ব পার্শ্বে এক মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য একই দিন রাত ৩টা ৩০ মিনিটে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ মিজানুর রহমান (২১) নামে এক যুবককে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩১ হাজার টাকা বলে জানা গেছে।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর তাকে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪ জানিয়েছে, সমাজকে মাদকমুক্ত করতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।